জাতীয় নির্বাচনে ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি

দুভাবে সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)– প্রথমত, নির্বাচনের আগে অধ্যাদেশ এবং দ্বিতীয়ত, গণপরিষদ হিসেবে নির্বাচিত আইনসভা।
এছাড়া, সংস্কার প্রস্তাবের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর এবং ভোটার হওয়ার বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে এনসিপি।
আজ শনিবার (২২ মার্চ) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এসব কথা বলেন।
তুষার বলেন, "শুধু বয়সের কারণে গণ অভ্যুত্থানের এতবড় একটা স্টেক ভোট থেকে বঞ্চিত হোক, এটা আমরা চাই না। লাতিন আমেরিকা, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে এই নিয়ম আছে।"
তিনি আরো বলেন, "জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে স্প্রেডশিটে ২১ বছর বয়সের কথা বলা হয়েছে। তবে আমরা সেটিকে ২৩ বছর করতে আগ্রহী।"
সারোয়ার তুষার বলেন, "৫ মার্চ আমাদের কাছে স্প্রেডশীট পাঠানো হয় এবং ১৩ মার্চের মধ্যে জমা দিতে বলা হয়। আত্মপ্রকাশের কারণে আন্তরিকতা সত্ত্বেও আমরা ডেডলাইন মিট করতে পারিনি।"
তিনি বলেন, "আমরা আইন, বিচার ও সংসদসহ বিষয়ভিত্তিক এক্সপার্টদের পরামর্শ নিয়েছি। আবার শহীদ ও আহত পরিবারদের আকাঙ্ক্ষাও শুনেছি। যেমন, অনেকেই বলেছে 'আমার সন্তান রাস্তায় আন্দোলন করলে যেন পুলিশ গুলি করতে না পারে'। আমরা এ ধরনের ইচ্ছাকে সংস্কারে ট্রান্সলেট (অনুবাদ) করার চেষ্টা করেছি।"
তিনি আরো বলেন, "আমরা কিছুক্ষেত্রে একমত, একমত না, আংশিক একমত হয়েছি। আবার কিছুক্ষেত্রে বাড়তি মন্তব্য করার জন্যে নোট জুড়ে দিয়েছি।"
জাতীয় নাগরিক পার্টি সংস্কার বাস্তবায়নে অধিকাংশ ক্ষেত্রে নির্বাচনের আগে অধ্যাদেশকে সমর্থন করছে এমন মন্তব্য করে সারোয়ার তুষার বলেন, "বেশিরভাগ মতামতের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতিতে স্ট্রিক্ট থেকেছি। একটা হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশ, আরেকটা হচ্ছে গণপরিষদ অথবা গণপরিষদ হিসেবে নির্বাচিত আইনসভা বা সংসদ। এই দুটো পদ্ধতিতে আমরা মোটামুটি থেকেছি।"
তিনি বলেন, "যেসব সংস্কার সংবিধানের সাথে সম্পর্কিত না সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ বা প্রশাসনিক ব্যবস্থায় করা যেতে পারে। তবে সেসব ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন আছে। আপনারা দেখেছেন, কমিশন জানিয়েছে ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১১টি সুপারিশ আলোচনা ছাড়াই বাস্তবায়ন করা যাবে। তবে আমরা মনে করছি, সেখানেও কিছু সুপারিশ গ্রেটার আলোচনার দাবি রাখে।"
তিনি আরো বলেন, "আমরা শুরু থেকেই বলে আসছি একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, পুনর্লিখন চাই। সেটা করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি গণপরিষদ নির্বাচন। কিন্তু আমরা এটাও বলেছি, গণপরিষদ না হলেও যেন গণপরিষদ আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ মানে এমন একটি আইনসভা, যার সংবিধান প্রণয়নে বাধ্যবাধকতা থাকবে। এটিও আমাদের ভাবনা আছে।"
সারোয়ার তুষার বলেন, "রোববার দুপুর ২টায় আমরা জাতীয় সংসদে ঐক্যমত কমিশনে প্রাথমিকভাবে আমাদের প্রস্তাবনাগুলো জমা দিবে। কমিশনের কাছে আমাদের জিজ্ঞাসা থাকবে, স্প্রেডশিটে কেন পুলিশ ও স্থানীয় সংস্কার কমিশনের রিপোর্ট পাঠানো হয়নি।"