আ. লীগ আমলের দেশীয় ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে পারে ইসি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে এসব সংস্থা নিবন্ধন পেয়েছিল। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে ইসি। সংশ্লিষ্ট কমিটি বিগত সময়ের সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে।
একজন ইসি কর্মকর্তা জানিয়েছেন, সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বাতিল করার সিদ্ধান্ত কমিশন নেবে।
নিবন্ধন বাতিল হলে পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই এসব সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।