ক্ষমতায় গেলে জুলাই হত্যাকাণ্ডের বিচার করবে বিএনপি: তারেক

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে হওয়া নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, আমরা দৃঢ়ভাবে বলতে পারি, বাংলাদেশের জনগণ যদি আগামীতে বিএনপিকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয়, তাহলে আমরা সব হত্যাকাণ্ড ও নিপীড়নের ঘটনার বিচার নিশ্চিত করব।
আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তসহ যারা দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সুবিচার প্রাপ্তিতে বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলেও আশ্বাস দেন তারেক।
তিনি বলেন, দেশের মানুষ ও তার দল উভয়ই ভবিষ্যতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে কে সরকার গঠন করবে।
তিনি মনে করেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, যারা নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিতে দলগুলোর বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি নির্দিষ্ট একটি কর্মসূচি থাকা উচিত।
তারেক বলেন, 'যেকোনো মূল্যে সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা যদি অতীতের অন্যায়ের বিচার করতে ব্যর্থ হই এবং এসব ঘটনা যদি সুষ্ঠু ও যথাযথ বিচার না হয়, তাহলে দেশে আবারও অবিচার শুরু হতে পারে।'
এ সময় তিনি ভুক্তভোগী পরিবারগুলোকে আশাহত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি, তাহলে অবশ্যই এই মাটিতে এসব ঘটনার বিচার করতে সক্ষম হবো।'