শুক্রবার কক্সবাজারে ১ লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা, জাতিসংঘ মহাসচিব
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে এক ইফতার মাহফিলে যোগ দেবেন।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলে আজ (১২ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ (১৩ মার্চ) চার দিনের সফরে বাংলাদেশে আসছেন।