পদত্যাগ করলেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মাহবুবুল আলম পদত্যাগ করেছেন।
আজ সোমবার (১০ মার্চ) বিএসইসি চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছে।
মাহবুবুল আলম দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বিএসইসির কর্মরত ছিলেন। তবে গত বুধবার (৫ মার্চ) বিএসইসি চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধ করে রাখাসহ নানা অভিযোগ আনা হয় তিনিসহ একাধিক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। ফলে ৬ মার্চ তারসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তবে মাহবুবুল আলম গত রবিবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এদিকে রোববার থেকে সোমবারের মধ্যে বিএসইসির আরও ১৩ জন কর্মকর্তা-কর্মচারী আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
তবে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, পরিচালক আবু রায়হান মোহাম্মদ মোহতাছিন বিল্লাহেএবং উপ-পরিচালক তৌহিদুল ইসলাম এখনও জামিন পাননি।