মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টের

আজ (৯ মার্চ) দুপুর ১২টার মধ্যে মাগুরার আট বছর বয়সী ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের সংবাদমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অবিলম্বে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সকালে এই আদেশ জারি করেছেন।
ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহসিব হোসাইন।
তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানান।
মাহসিব হোসাইন টিবিএসকে বলেন, 'আট বছরের এই শিশুটিকে তার বোনের স্বামী ও বোনের শ্বশুর ধর্ষণ করেছে।'
এদিকে ঘটনার তিনদিন পর করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিবের ভাই রাতুল শেখ (১৭) এবং বোনের শাশুড়ি জাবেদা বেগম (৪০)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আজ ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন।
জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, এরই মধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে।