কুমিল্লায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

কুমিল্লার লালমাইয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে শুক্রবার (৭ মার্চ) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জাহাঙ্গীর (৩৫) উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এতথ্য নিশ্চিত করে বলেন, 'গতকাল (৬ মার্চ) বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।'
তিনি বলেন, 'জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
ওসি আলম আরও জানান, ভুক্তভোগীকে মেডিকেল চেকআপের জন্য শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন।