এপ্রিলের ২৯ দিনে বাংলাদেশ পেল ২.৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৬১ বিলিয়ন তথা ২৬১ কোটি ডলার।
ঈদ-উল-ফিতরের পরও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী রয়েছে, যা আবারও প্রমাণ করে যে দেশের অর্থনীতিতে অভিবাসী শ্রমিকদের অবদান কতটা গুরুত্বপূর্ণ।
ঈদের আগেই, মার্চ মাসে প্রবাসীরা রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। উৎসবকেন্দ্রিক ব্যয়ের পাশাপাশি এটি প্রবাসীদের মধ্যে দেশে অর্থ পাঠানোর আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দেয়।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ বড় ধরনের ভূমিকা রেখে চলেছে। এর ফলে দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে প্রায় ২৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
চলতি অর্থবছরের (২০২৪–২৫) প্রথম নয় মাসে বাংলাদেশে মোট ২১.৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যেখানে আগের অর্থবছরের (২০২৩–২৪) একই সময়ে এসেছিল ১৭.০৭ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
এই ধারা ইঙ্গিত দেয় যে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেমিট্যান্স এখন অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
বছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। জানুয়ারিতে এসেছে ২.১৯ বিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে ২.৫৩ বিলিয়ন ডলার এবং মার্চে তা বেড়ে দাঁড়ায় ৩.২৯ বিলিয়ন ডলারে।
এর আগের মাসগুলোতেও প্রবাহ ছিল দৃঢ়; ডিসেম্বর মাসে এসেছে ২.৬৪ বিলিয়ন ডলার, নভেম্বরে ২.২০ বিলিয়ন ডলার এবং অক্টোবরে ২.৩৯ বিলিয়ন ডলার।
