খেলাপি ঋণ আদায়ে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স চূড়ান্ত করার তাগিদ আইএমএফের

খেলাপি ঋণ আদায় ও দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণের জন্য ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ও আমানত সুরক্ষা অধ্যাদেশ দ্রুত চূড়ান্ত করতে— আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে ব্যাংকখাতে উচ্চ খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভায় এসব কথা বলেছেন ঢাকায় সফররত আইএমএফের প্রতিনিধিরা। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা টিবিএসকে বলেন, মন্দ ঋণ কমিয়ে ব্যাংকিং খাতে শৃংখলা ফিরিয়ে আনতে সময়ভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন আইএমএফ প্রতিনিধিদলের সদস্যরা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে এসব ক্ষেত্রে তাদের গৃহীত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।
ব্যাংক রেজ্যুলেশন অর্ডিন্যান্সের আওতায় পৃথক একটি সংস্থা গঠন করা হবে বলে আইএমএফকে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা। এর পেছনে যুক্তি তুলে ধরে তারা বলেন, বাংলাদেশ ব্যাংককে ব্যবহার করেই আর্থিক খাতের অনিয়ম হয়েছে। তাই বাংলাদেশ ব্যাংককে এ আইনের নিয়ন্ত্রণ না দিয়ে বরং একটি নতুন স্বাধীন সংস্থার মাধ্যমে আইনটির প্রয়োগের কথা ভাবছে সরকার।