পরিবেশ রক্ষায় ব্যাঙের গুরুত্ব তুলে ধরতে ‘সেভ দ্য ফ্রগস ডে!’ উদযাপিত

ব্যাঙ পরিবেশ ও প্রতিবেশের অবিচ্ছেদ্য একটি অংশ। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাঙ। কিন্ত মানবসৃষ্ট বিভিন্ন কারণে এই ব্যাঙ আজ হুমকির মুখে।
পরিবেশের সুস্থতা রক্ষায় প্রয়োজন ব্যাঙেদের সংরক্ষণ। বাংলাদেশের ব্যাঙেদের সংরক্ষণের লক্ষ্যে বিশ্বের সাথে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং ঢাকা ইউনিভার্সিটি নেচার কনজারভেশন ক্লাব প্রতি বছর আয়োজন করে থাকে সেভ দ্যা ফ্রগস ডে! ৮ম বারের মতো বিশ্ববিদ্যালয়টি আয়োজন করল এই দিনটির, এবং দিনভর আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ছিলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। দেশের খ্যাতনামা বন্যপ্রাণী সংরক্ষণবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষার্থী, সংবাদিকসহ অনেকে এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ কে এম মাহবুব হাসান, ডিন, জীববিজ্ঞান অনুষদ; জনাব ইমরান আহমেদ, বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক (সাফারী পার্ক, গাজীপুর); অধ্যাপক ড. হামিদা খানম, সভাপতি, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি; মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নুর জাহান সরকার। অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান "নগরে ব্যাঙ সংরক্ষণঃ সমস্যা ও সম্ভাবনা" বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড এম নিয়ামুল নাসের।
অনুষ্ঠানে সহযোগী সংগঠন হিসাবে ছিলো বাংলাদেশ বন বিভাগ, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও নেচার কনজারভেশন সোসাইটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য তার বক্তব্যে ব্যাঙ ও ব্যাঙ সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে ব্যাঙ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি ডিন মহোদয় তার বক্তব্যে ব্যাঙ নিয়ে তার পিএইচডি ডিগ্রিকালীন গবেষণার কথা তুলে ধরেন।
আলোচনার মূল বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ ফিরোজ জামান নগর ব্যাঙ সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরেন। বাংলাদেশে বর্তমানে নগরে ব্যাঙের অবস্থা তুলে ধরেন। এখনও ঢাকা শহরের মতো দূষিত শহরে টিকে আছে ১২ প্রজাতির ব্যাঙ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের ব্যাঙ নিয়ে সাম্প্রতিক গবেষণাগুলো তুলে ধরা হয় আলোচনা অনুষ্ঠানে।
বক্তারা তাদের বক্তব্যে ব্যাঙ এর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া দিনব্যাপী ব্যাঙের ডাক, ব্যাঙ শনাক্তকরণ, ব্যাঙের ছবি আঁকা, সচেতনতামূলক পোস্টার তৈরী সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এরকম আয়োজন বাংলাদেশের ব্যাঙ এর সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।