যে শিল্পের আলোয় আলোকিত বাংলাদেশ!
বিশ্বের অধিকাংশ আয়ু ফুরনো জাহাজের গল্পের শেষটা এভাবেই হয় বাংলাদেশ উপকূলে এসে। সীতাকুন্ডের শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোতে। মৃত জড় এইসব জাহাজ যেখান থেকে তার অস্তিত্ব হারায়, সেখান থেকে প্রাণ পায় দেশের অসংখ্য শিল্প ও অর্থনৈতিক কর্মকান্ড।