বেসিক আলী’র প্রতিটি চরিত্র নিজের গল্প বলে
আজ অমর একুশে বইমেলার ২২তম দিন। মেলা নিয়ে প্রতিদিন আমরা আছি আপনাদের সঙ্গে। "বইমেলা প্রাঙ্গণ থেকে" অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, চলবে মাসজুড়েই। আমাদের আজকের অতিথি জনপ্রিয় কার্টুনিস্ট, বেসিক আলী'র স্রষ্টা শাহরিয়ার খান।