সুপারফ্লপ ‘জিরো’র চেয়েও পিছিয়ে ‘৮৩’, বক্স অফিসে ধুঁকছে রণবীর-দীপিকার ছবি!

'৮৩'র ভাগ্যে এমনটা ঘটবে তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেনি কেউ! কিন্তু একেই বোধহয় বলে 'পাবলিকের মার'। রণবীর-দীপিকা জুটির '৮৩' বক্স অফিসে বেশ কিছু রেকর্ড ভাঙবে এমনটাই আশা করেছিলেন বক্স অফিস বিশেষজ্ঞরা। তবে মুক্তির পর থেকেই ধুঁকছে এই স্পোর্টস ড্রামা। ৯ দিনে মাত্র ৭৯.৪৬ কোটি টাকা আয় করেছে ছবিটি। বক্স অফিস ইন্ডিয়ার একটি পরিসংখ্যান বলছে, এই ছবির টিকিটের চাহিদা নিতান্তই কম। প্রথম সপ্তাহে মেরে কেটে ৩৮ লাখ টিকিট বিক্রি হয়েছে এই ছবির।
জানেন কি, সেই সংখ্যাটা শাহরুখ খানের 'জিরো'র থেকেও কম। বক্স অফিসে মুখ থুবড়ে পড়া শাহরুখ, আনুশকা, ক্যাটরিনার 'জিরো' ছবিরও প্রথম সপ্তাহে ৩৯ লাখ টিকিট বিক্রি হয়েছিল। হিন্দি ছবির বিচারে '৮৩'-র টিকিটের মূল্য খুব চড়া, সেটাও এই ছবির ব্যর্থতার আগুনে ঘি ঢেলেছে বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। অন্যদিকে টিকিট সস্তা হলে হয়ত ছবির কালেকশন আরও কম হত।

করোনার জেরে দিল্লিতে আগেই তালাবন্ধ হয়েছে সিনেমা হল। এটিও ছবিটির লোকসানের পেছনে অবদান রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা লোকসান হতে পারে এই ছবির প্রযোজকদের। করোনার আবহে দীর্ঘদিন এই ছবির মুক্তি আটকে ছিল। ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি মুক্তি দিতে রাজি ছিল না প্রযোজনা সংস্থা, তবে থিয়েটারে ছক্কা হাঁকাতে ব্যর্থ এই ছবি।
ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের সোনালি ইতিহাস উঠে এসেছে পরিচালক কবীর খানের এই ছবিতে।