সিনেবাজ: দেশি দর্শকদের জন্য আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম

'বিনোদন এখানেই' স্লোগান নিয়ে এ বছর জুলাইয়ে যাত্রা শুরু করেছে ওটিটি প্লাটফর্ম 'সিনেবাজ'। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অ্যাপটির উদ্বোধন করেন।
আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া চালু করেছে এই প্ল্যাটফর্ম। তারও আগে একসঙ্গে ১০০ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। মূলত ওই ১০০ ছবি এই অ্যাপে দেখা যাবে বলে ধারণা করছেন অনেকে।
তবে নতুন এই অ্যাপ নিয়ে দিনকয়েক আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেছেন সিনেবাজের হেড অব প্রোগ্রাম অপূর্ব রয়।
তিনি নতুন এই ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে বলেন, 'দিন দিন আমাদের সিনেমা হলগুলো বিলুপ্তির পথে। একটা সময় ১২০০-১৪০০ সিনেমা হল ছিল, এখন সেখানে চালু ১০০ সিনেমা হলও নেই। এখন প্রশ্ন হলো, আমাদের সিনেমাগুলো তাহলে কোথায় প্রদর্শিত হবে? এসব চিন্তা থেকেই বাংলা সিনেমার জন্য একটা ওটিটি নিয়ে এসেছি আমরা।'
'সিনেবাজে'র পথ চলা শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' সিনেমাটি দিয়ে।
শাপলা মিডিয়ার কর্ণধার মোঃ সেলিম খান বলেন, 'সিনেমা, ওয়েব ফিল্ম, নাটক, সিরিয়াল এখন বিশাল অনলাইন দুনিয়ায় মুক্তি দেওয়া হচ্ছে। ক্রমাগত বাড়ছে ওটিটি প্লাটফর্মের দর্শক সংখ্যা। আমরা তাই সময়ের প্রয়োজনেই নতুন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি।'
এদিকে অপূর্ব রয় জানান, এখন পর্যন্ত তিনটি কনটেন্ট বা সিনেমা রয়েছে 'সিনেবাজে'। 'আগস্ট ১৯৭৫', 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' ও 'চোখ'। তিনটি ছবিই দেখা যাচ্ছে একেবারে ফ্রি। এছাড়া আগামীতে শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত নতুন-পুরনো সব সিনেমা দেখা যাবে এই অ্যাপে।
সিনেমা ফ্রি দেখানো প্রসঙ্গে অপূর্ব রয় বলেন, 'আমরা ফ্রি দিয়ে দর্শকদের মাঝে অ্যাপটাকে ছড়িয়ে দিতে চাইছি। প্রচারণা করতেও তো অনেক টাকা লাগত। সেই টাকা খরচ না করে সিনেমা দিয়ে দর্শককে অ্যাপে যুক্ত করছি।'
তবে সামনে একেবারে ফ্রি দেখার সুযোগ থাকবে না। পরিকল্পনা করছেন আগামীতে নির্দিষ্ট সিনেমার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে তবেই দেখা যাবে সিনেমাটি।
অপূর্ব রয় এ প্রসঙ্গে বলেন, 'এটা অনেকটা সিনেমা হলের মতো। একটা টিকিট কেটে একটা সিনেমা দেখা যাবে অ্যাপে। আসছে জানুয়ারি থেকেই এই সিস্টেমের যাওয়ার ইচ্ছা আছে আমাদের। বাকিটা নির্ভর করছে পুরো পরিবেশ ও পরিস্থিতির এবং সবার রিভিউর ওপর।'
'সিনেবাজ' অ্যাপটি বাংলাদেশের একদল তরুণ মিলে তৈরি করেছেন। এখনও এটার কাজ চলছে বলে জানান অপূর্ব রয়।
কনটেন্ট প্রসঙ্গে তিনি বলেন, 'শাপলা মিডিয়া থেকে ১০০ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। সেগুলোর কাজ পুরোদমে চলছে। এছাড়া বাইরে থেকেও কিছু সিনেমা সংগ্রহ করার পরিকল্পনা আছে। কিছু করাও হয়েছে। সব মিলিয়ে জমজমাট হবে অ্যাপটি।'
'সিনেবাজে' মুক্তির অপেক্ষায় আছে 'বিদ্রোহী', 'কমান্ডো', 'বিক্ষোভ', 'লাইভ', 'অগ্নিবীণা', 'বুবুজান', 'লাগ ভেলকি লাগ', 'মাফিয়া', 'ছুটি', 'চক্কর' সিনেমাগুলো। এগুলোতে অভিনয় করেছেন দুই বাংলার তারকারা। এদের মধ্যে আছেন শাকিব খান, নিরব, বুবলী, আরিফিন শুভ, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন, শান্ত খান, মাহিয়া মাহি, আঁচল, সোহানা সাবা, দীঘি, দেব, শ্রাবন্তী, বনি, কৌশানী প্রমুখ।
এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান 'সিনেবাজ' অ্যাপসের জন্য আরও বেশ কিছু চলচ্চিত্র ও সিরিজ নির্মানাধীণ পর্যায়ে রয়েছে।