সাব্বির নাসিরের ‘আমারে দিয়া দিলাম তোমারে’র মিউজিক ভিডিও প্রকাশ

১৯৪৬ সালের কথা। একদিকে ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লব, অন্যদিকে দাঙ্গা। এই আন্ডারগ্রাউন্ড আন্দোলনে জড়িয়ে পড়া ছেলেকে কলকাতা থেকে ফিরিয়ে এনেছেন বাবা। বিয়ে দিয়ে দেবেন। ছেলের মাথায় তখন আন্দোলন। তবু বিয়ে করতে হলো।
এই প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সাব্বির নাসিরের গাওয়া 'আমারে দিয়া দিলাম তোমারে' শিরোনামের গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও। শুক্রবার এই গায়কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
ওমর ফারুক বিশালের লেখা এবং মুরাদ নূরের সুরে এ গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এর আগে গানটির স্টুডিও ভার্সন সাব্বির নাসিরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
মানিকগঞ্জে দৃশ্যধারণ করা এই মিউজিক ভিডিওর মডেল হয়েছেন আবু হুরায়রা তানভীর ও পুনম হাসান জুঁই।
গানটির কিছু অংশ 'আদা সমুদ্দুর' নাটকে ব্যবহার করা হয়েছে।