মেসিদের অনুপ্রাণিত করতে আর্জেন্টিনার বিশেষ উদ্যোগ

এবারের ফুটবল বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্য নিয়ে কাতারে যায় লিওনেল মেসির দল। কিন্তু শিরোপাস্বপ্নে শুরুতেই হোঁচট খেয়েছে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হার মানে লাতিন আরমেরিকার এই ফুটবল পরাশক্তি।
আর্জেন্টিনার সামনে এখন অগ্নিপরীক্ষা। শিরোপা জয়ের পথে প্রথম ধাপ পার হতে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জিততে হবে ম্যারাডোনার দেশকে। হারলেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারে, এমন কঠিন সময়ে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় মেক্সিকোর মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়রা।
সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারে স্বাভাবিকভাবেই বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর মেসি বলেছিলেন, তারা অবস্থা মৃত প্রায়। দ্বিতীয় ম্যাচের আগে তাই মেসিদের উজ্জীবিত করায় মন দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অনুপ্রেরণা যোগাতে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে তারা।
গ্রুপ পর্বের শেষ দুই দুই ম্যাচের জন্য মেসি-ডি মারিয়াদের শুভ কামনা জানানো হয়েছে মিউজিক ভিডিওতে। ইউটিউবে প্রকাশ করা ২ মিনিট ৪০ সেকেন্ডের গানটি ইতোমধ্যেই আর্জেন্টিনার ভক্তদের মাঝে সাড়া ফেলেছে।
গানটির শিরোনাম এমন- 'ইন লেস দ্যান আ মিনিট, আই ক্রাই অ্যান্ড লাফ।' গানটিতে আছে; হার-জিত যাই হোক না কেন, আর্জেন্টিনার সাথেই আছে ভক্তরা। ভক্তদের মুখে হাসি ফোটাতে পারেন দলের খেলোয়াড়রাই। আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।