এক যুগ পর এস আই টুটুলের নতুন গান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী এস আই টুটুল। গান গেয়েছেন হুমায়ূন আহমেদের চলচ্চিত্রসহ নানা অনেক চলচ্চিত্রে। গুণী এই সঙ্গীত পরিচালক যুক্ত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ‘এলআরবি’র সঙ্গে। এলআরবি ছাড়ার পর অনেক দিন একক ক্যারিয়ার নিয়ে পথ চলেছেন তিনি। এরপর নিজেই গড়ে তোলেন ব্যান্ড ‘ফেস টু ফেস’।
এই ব্যান্ড থেকে ‘ধ্রুবতারা’ নামে একটি অ্যালবামও প্রকাশিত হয়। একসময় ব্যান্ডের নাম ‘ফেস টু ফেস’ বদলে হয়ে যায় ‘ধ্রুবতারা’। এই ব্যান্ড নিয়ে এস আই টুটুল ২০০৮ সালে প্রকাশ করেন ‘দুঃখপোকা’ অ্যালবাম।
এরপর লম্বা বিরতি। দেশ বিদেশে স্টেজ শো, চলচ্চিত্র আর অডিও ইন্ডাস্ট্রিতে সংগীত পরিচালনা করেছেন। টানা ১২ বছর পর এই শিল্পী এবার শ্রোতা-দর্শকদের জন্য নিয়ে আসছেন নিজের কণ্ঠে নতুন গান। তিতাস কাজি ফিচারিং ‘মেঘ বিবাগী হলে’ শিরোনামের গানটির সঙ্গে থাকছে ভিডিও । গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ।
সাদাফ হাসনাইন মানজুরের কথায় এ গানের কম্পোজিশন করেছেন তিতাস কাজি; সঙ্গীতায়োজনে ছিলেন মীর মাসুম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ইংল্যান্ডের লন্ডন ও আমাদের ঢাকা শহরের মনোরম লোকেশনে চিত্রায়ন করে ভিডিও পরিচালনা করেছেন জি এম সি সোহান। ভিডিও জুড়েই আছেন এস আই টুটুল।
নতুন গান প্রসঙ্গে তিনি বললেন, ‘‘দীর্ঘ বিরতির পর গাইলাম। ‘মেঘ বিবাগী হলে’ গীতিকবিতাটি আমার মন ছুঁয়ে গেছে। গানটির সুরও ভীষণ মিষ্টি।’’
২২ ফেব্রুয়ারি, শনিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হবে। এছাড়া শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং রবি স্প্ল্যাশে।