কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: আরো দুজনের দেহাবশেষ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো আরো দুই নিহতের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ডিপোর মাঝখানে তাদের দেহাবশেষ পাওয়া যায় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (এডি) আখতারুজ্জামান।
তিনি বলেন, আজ (৭ জুন) আরো দুজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
"আমরা সন্দেহ করছি, তাদের মধ্যে একজন দমকলকর্মী ছিলেন। অন্যজন ডিপোর নিরাপত্তা প্রহরী হতে পারে।"
"তবে মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে চেনার মতো অবস্থা নেই। ডিএনএ প্রোফাইলিং ছাড়া তাদের শনাক্ত করা সম্ভব নয়," বলেন তিনি।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এডি বলেন, "আমাদের উদ্ধার অভিযান শেষ হলেই বিস্তারিত বলা যাবে।"
গত শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটে।
শতাধিক মানুষ দগ্ধ হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত ৪১ জনের মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত তিনজন দমকলকর্মী এখনো নিখোঁজ রয়েছেন।