দেশে ফিরলেন হাজী সেলিম

থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন আওয়ামী সংসদ সদস্য হাজী সেলিম। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিতর্কের মাঝে তিনি ঢাকায় পৌঁছেছেন।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সেলিম।
দুপুরে তার ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দর থেকে মাইক্রোবাসে হাজী সেলিম নিজ এলাকায় একটি জানাজায় অংশ নিতে গেছেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।
কিন্তু এই সময়সীমার মধ্যেই আওয়ামী লীগের এই সাংসদ দেশ ছাড়লে দেশজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।