ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এক সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।
বিমানবন্দরে পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ রাতে রাজধানীর একটি হোটেলে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
বুধবার সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ২৪ ঘণ্টার চেয়েও সংক্ষিপ্ত সফরে এসেছেন প্রিন্স ফয়সাল। তার সফরসূচি অনুযায়ী, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
বুধবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।