করোনায় একদিনে আরও ৩৩ জনের মৃত্যু

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সময় রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জন।
সারা দেশে ৪৪ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।
আগের দিন বুধবার করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয় ১২ হাজার ১৯৩ জন।
সর্বশেষ ৩৩ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ২৮ হাজার ৪৯৪ জন। দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, খুলনায় ৬ জন, রাজশাহীতে ৪ জন, চট্টগ্রাম ও সিলেটে ২ জন করে এবং রংপুর বিভাগে একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫ হাজার ৯৫৫ জন রোগী।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং একই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।