এক সপ্তাহে কোভিড সংক্রমণের হার বেড়েছে ৬০%

দেশে কোভিড-১৯ সংক্রমণ হার আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ৬০ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রমণযোগ্য রোগ প্রতিরোধ) ড. রোবেদ আমিন এ তথ্য জানিয়েছেন।
রোববার (২ জানুয়ারি) নিয়মিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, "গত ২০ ডিসেম্বর থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৭ ডিসেম্বর সংক্রমণ হার ২ শতাংশের মাত্রা ছাড়িয়েছে।"
এ সংক্রান্ত সরকারি উপাত্ত তুলে ধরতে গিয়ে রোবেদ আমিন জানান, গত বছরের নভেম্বর মাসে দেশে ৬,৭৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত করা হয়। কিন্তু ডিসেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯,২৫৫- এ।
তিনি আরো বলেন, মৃত্যুর সংখ্যার পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি শুরু হয় গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছে, তাদের মধ্যে ৫০- এর বেশি বয়সী রোগীর সংখ্যা অনেক বেশি। ৪১-৫০ বছর বয়সী আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১১ শতাংশ।
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সাম্প্রতিক গবেষণার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, "আশার করা যায়, ওমিক্রনে মারাত্মকভাবে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কম হবে।"