ফোর্বসের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

চলতি বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস। তাতে ৪৩ নম্বরে নাম এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
আজ বুধবার, ২০২১ সালের জন্য এ তালিকা প্রকাশ করে সাময়িকীটি।
এর আগে ২০২০ সালে ক্ষমতাধর নারীর যে তালিকা প্রকাশ করেছিল ফোর্বস তাতে ৩৯ নম্বরে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, "শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি টানা তৃতীয় মেয়াদে জয়ী হয়েছেন। এই মেয়াদে তার দল আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮ টি আসনেই জয়লাভ করেছে।"
ফোর্বসের ওয়েবসাইটে আরও লেখা হয়েছে, "শেখ হাসিনা মনে করেন এইবারই তিনি শেষ নির্বাচন করবেন। এবার ক্ষমতায় আসার পর তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যখাতে গুরুত্ব দিয়েছেন বেশি।"
ফোর্বস আরও লিখেছে, "দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ।"