‘জাতীয় নাগরিক পার্টি’র শীর্ষ ১০ পদে থাকছেন যারা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'। এরই মধ্যে দলটির শীর্ষ ১০ পদ চুড়ান্ত হয়েছে। জাতীয় নাগরিক কমিটির একজন যুগ্ম আহবায়ক এসব তথ্য জানিয়েছেন।
নতুন দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব হচ্ছেন আরেক সমন্বয়ক আখতার হোসেন। শীর্ষ ১০ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন দুজন করে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা।
দলের মুখ্য সংগঠক হিসেবে দক্ষিণাঞ্চলে দায়িত্ব পালন করবেন হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলে সারজিস আলম। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আবদুল হান্নান মাসউদ। এর বাইরে দপ্তর সম্পাদক হিসেবে চূড়ান্ত হয়েছেন সালেহ উদ্দিন সিফাত।
দলের প্রাথমিক সদস্যসংখ্যা ১৫১-২০১ এর মধ্যে হতে পারে বলে জানা গেছে।