লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপি, ৪টিতে জয় আওয়ামী লীগের

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ৯টি পদে বিএনপি এবং ৪টি পদে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আইনজীবীরা নির্বাচিত হয়েছেন। ১৫টি পদের মধ্যে স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন ২ জন। তবে জামায়াতপন্থি কেউ জয়ী হননি। ২০ ফেব্রুয়ারি এ নির্বাচন শেষ হয়।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী আজগর হোসেন জানান, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির ৪০৪ ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি হিসেবে মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক রফিক উল্যাসহ ৯টি পদে বিএনপিপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার জেলা বিএনপির সদস্য এবং সাধারণ সম্পাদক রফিক উল্যা চন্দ্রগঞ্জ থানা কমিটির সদস্য ।
এদিকে আদালতে আসার পথে ৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বারকে পুলিশ আটক করেছে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যামামলায় আওয়ামীপন্থি এই দুই আইনজীবীকে গ্রেপ্তার দেখানো হয়। তারা বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। যদিও সভাপতি পদে নুরুল হুদা পাটওয়ারী ৬৪ ভোট পেয়েছিলেন।