নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে ২ যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসি মেরামত করার সময় কম্প্রেসার বিস্ফোরণ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা দেড়টায় উপজেলার কাচপুরে ইস্টার্ন ব্যাংকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাচপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। নিহতরা হলেন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) এবং লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার রাফি (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত সোনারগাঁ মেগা কমপ্লেক্স। ভবনটির তৃতীয় তলায় ব্যাংকের এসি মেরামতের কাজ চলছিল। তিনজন এসি মেকানিক মেরামতের কাজ করছিলেন। হঠাৎ এসি বিস্ফোরিত হলে দুজন গুরুতর জখম হন। উভয়কে দ্রুত নিকটস্থ বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী বলেন, নিহত দুজনের লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের পরিবার অভিযোগ দিলে তদন্ত করে তা খতিয়ে দেখা হবে।'