‘ফ্যাসিবাদী শক্তি যেন দেশে ফিরতে না পারে’: শ্রমিক-ছাত্র-জনতার প্রতীকী ফাঁসি কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সেখানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের প্রতীকী ফাঁসি দেওয়া হয়।
সোমবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে 'ছাত্র জনতার আদালতে ফ্যাসিবাদের প্রতীকী ফাঁসি' কর্মসূচি পালন করে ফ্যাসিবাদ বিরোধী শ্রমিক-ছাত্র-জনতা। এসময় টিএসসিতে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়। যেখানে পরপর পাঁচটি কুশপুতুলে পাঁচজনের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে।
ফাঁসির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্ল্যাটফর্মটির মুখপাত্র ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
তিনি বলেন, "কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে। তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, স্বতন্ত্রভাবেও না। আমরা চাইনা আবারো তারা মাথাচাড়া দিয়ে উঠুক এবং নিরীহ মানুষের ওপর সহিংসতা চালাক।"
ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচন শেষে বিন ইয়ামিন বলেন, "আমরা এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে সরকারের নিকট আহ্বান জানাচ্ছি যেন দ্রুত আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি বাস্তবায়ন করা হয়। আওয়ামী লীগ যেকোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।"