দুই মাসের মেরামত শেষে সম্পূর্ণভাবে চালু হলো দ্বিতীয় সাবমেরিন কেব্ল

দুই মাসের মেরামত কাজ শেষে সম্পূর্ণভাবে চালু হয়েছে দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্ল (এসএমডাব্লিউ-৫)।
গত ১৯ এপ্রিল বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্লটি সিঙ্গাপুর থেকে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
এই দীর্ঘ সময়ের মধ্যে কেব্লটির মেরামত সম্পন্ন হয়েছে এবং সার্কিটগুলো চালু করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসসিপিএলসি।
বিজ্ঞপ্তিতে এসময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।