৫ নির্বাচনে জামানত হারিয়েও এখনো ‘চাকা’ ঘুরিয়ে যাচ্ছে সাম্যবাদী দল
সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ সাম্যবাদী দল দ্বাদশ জাতীয় নির্বাচনে ছয়জন প্রার্থী দিচ্ছে, যা এটির নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ।
দলটি ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত পাঁচটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু সব নির্বাচনে জামানত হারিয়েছে।
১৯৯১ সালের জাতীয় নির্বাচনে দলের চারজন প্রার্থী সর্বমোট এক হাজার ৫৫২ ভোট পেয়েছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে ভোট কমে গিয়ে দাঁড়ায় এক হাজার ১৪৮-এ। আর সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে দলটির মোট প্রাপ্ত ভোট ছিল ৩৮৭টি।
পর্যাপ্ত কাগজপত্র না থাকায় ২০১৪ সালের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি দলটি।
দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া চারটি জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবার জামানত হারিয়েছেন।
২০০৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে তার দল শরিক হওয়ার সুবাদে তাকে টেকনোক্র্যাট শিল্পমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।
আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দিলীপ বড়ুয়া।
৪ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের সময় দিলীপ বড়ুয়া বলেছিলেন, 'কথা ও কাজের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালা সমুন্নত রাখার জন্য গৃহীত সকল সিদ্ধান্ত বিশ্বস্তভাবে এবং আইনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
'নির্বাচনকে অর্থ ও পেশিশক্তির প্রভাবমুক্ত রাখতে হবে।'
১৯৭২ সালে কমিউনিস্ট পার্টির বিভক্তি থেকে বাংলাদেশ সাম্যবাদী দলের জন্ম হয়। ১৯৯৫ সালে অনুষ্ঠিত পার্টির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দিলীপ বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে তিনি ওই পদে দায়িত্ব পালন করছেন।
দলটির নির্বাচনী প্রতীক চাকা।
