শীর্ষ নেতাদের বাঁচাতে সংবিধান ও বিচারব্যবস্থা সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের শীর্ষ নেতাদের বিচারের হাত থেকে বাঁচাতে সংবিধান ও বিচার বিভাগ নিয়ে অপপ্রচার চালিয়ে দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
শুক্রবার (৪ আগস্ট) দলীয় এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য 'দাম্ভিক ও সংবিধানবিরোধী'।
কাদের বলেন, 'তবে আইনের চোখে সবাই সমান। অপরাধীর রাজনৈতিক পরিচয় আইনের বিষয় নয়।'
রায় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির দুর্নীতিবাজ শীর্ষ নেতৃত্বের অপরাধ যেমন দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তেমনি আদালতের রায়ে তাদের শাস্তিও হয়েছে।'
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তারেক রহমানের দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে সাক্ষ্য দিয়েছে বলেও জানান তিনি।
'এছাড়াও, জিয়া পরিবারের পাচার করা ৪০ কোটি টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। এতিমের টাকা আত্মসাতের দায়ে বেগম খালেদা জিয়াকেও আদালত সাজা দিয়েছেন কারণ তিনি প্রমাণের ভিত্তিতে এবং প্রচলিত আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছিলেন।'
সাক্ষ্যপ্রমাণ ও আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে এবং আদালত আইনের বিধান অনুযায়ী রায় দিয়েছেন বলে জানান কাদের।
তিনি জোর দিয়ে বলেন, এসব মামলায় সরকারের কোনো যোগসূত্র নেই। 'এ মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা হয়েছিল। বর্তমান সরকার এসব মামলায় কোনো হস্তক্ষেপ করেনি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আইনের নিজস্ব গতিতে এটি পরিচালিত হয়েছে।'
বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, দেশের সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন, জনমত ও গণতান্ত্রিক রীতিনীতিতে বিএনপির কোনো আস্থা নেই। 'তাই তারা [বিএনপি] গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।'
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশে বাংলাদেশে বিচারহীনতার অপসংস্কৃতি চালু করেছিলেন।
ওবায়দুল কাদের বলেন, 'দলীয় বিচারপতি নিয়োগের পথ সুগম করার জন্য সংবিধান লঙ্ঘন করে চারজন বিচারপতিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিলেন জিয়াউর রহমান। তারই পদাঙ্ক অনুসরণ করে বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন খালেদা জিয়া।'