মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কয়লাভিত্তিক মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটকে সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। এই ইউনিটের উৎপাদনক্ষমতা ৬০০ মেগাওয়াট।
শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। বর্তমানে প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করছে এই ইউনিট। পর্যায়ক্রমে এ সরবরাহ বাড়বে বলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অফিস জানিয়েছে।
প্রথম ইউনিট ৬০০ মেগাওয়াট সক্ষমতার, আগামী ডিসেম্বর নাগাদ বিদ্যুৎকেন্দ্রের এই ইউনিটে পুরো সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের আশা করছেন কর্মকর্তারা।
মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াটের। এটি বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর একটি। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জাইকা) সহযোগিতায় এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৫১ হাজার ৮৫৫ কোটি টাকা।