চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তা-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১ কোটি ৮৮ লাখ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ মে) দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (অবসরপ্রাপ্ত) এ বি এম শাহাদাত হোসেন মজুমদার ও তার স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরী। শাহাদাত হোসেন সহকারী পুলিশ সুপার হিসেবে অবসরে যান। এর আগে তিনি নগরের অলংকার মোড় ট্রাফিক পুলিশ বক্সে নগর পুলিশের 'টহল পরিদর্শক' হিসেবে কর্মরত ছিলেন। নগরের হালিশহর থানার চুনা কারখানা এলাকায় তার বাড়ি ও মার্কেট রয়েছে। গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী থানায়।
দুদকের মামলায় বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর সম্পদবিবরণী দুদকে দাখিল করেন শাহাদাত ও তার স্ত্রী। সম্পদবিবরণীতে শাহাদাত ১৮ লাখ ৩২ হাজার ৫২২ টাকার সম্পদ অর্জনের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করেন। তার ব্যাংক হিসাবে টাকা থাকলেও তিনি তা গোপন করেন। এছাড়া তার মালিকানাধীন মার্কেটটির নির্মাণ ব্যয় কম দেখিয়ে ৬৮ লাখ ১৮ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করেন।
শাহাদাতের স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরী নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও ব্যবসা-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি দুদককে। স্ত্রী দুদকে দাখিল করা সম্পদবিবরণীতে ২৭ লাখ ১ হাজার ৮০৪ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করেন। এছাড়া ৭৫ লাখ ২৬ হাজার ৪৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেন তিনি।
দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. নাজমুচ্ছাদাত বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগগুলো প্রমাণ মিলেছে। এজন্য তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।