‘ঘুমের মধ্যে আঁতকে উঠি আগুন লাগার খবর শুনে’

নিউ সুপার মার্কেটের মিশু ফ্যাশনের মো. আল আমিন ভোর ৬টায় জানতে পারেন আগুন লাগার খবর। ঘুমের মধ্যে আঁতকে উঠে দৌড়ে চলে আসেন তার দোকানের উদ্দেশ্যে। এসে তীব্র ধোঁয়ার সাথে লড়াই করে অনেক চেষ্টার পর দোকানের কিছু মালামাল বের করে আনতে পারেন।
মো. আল আমিন টিবিএসকে বলেন, "দোকানটা আমার বাবার। আমি, বাবাসহ দোকানে ৮ জন কাজ করি। প্রায় ১৩ বছর ধরে আমাদের এ ব্যবসা।"
"আমাদের দোকানে ৯০ লাখ টাকার মতো মালামাল ছিল। কিছু মালামাল বের করতে পেরেছি," জানান তিনি।
তিনি আরো বলেন, "আগুন লাগার বিষয়ে জেনে আসার পরে দেখি দোতলায় আমাদের দোকানের আশপাশেও অনেক ধোঁয়া। সিঁড়ির পাশেই ছিল আমাদের দোকান।"
"ঈদের বেচাকেনা ভালো ছিল না। ভেবেছি শেষ কয়েকদিন কিছু বিক্রি করবো। এখন তো পুরো অনিশ্চয়তায় পড়ে গেছি," বলছিলেন আল আমিন।
এ মুহূর্তে তার দোকানে আগুন প্রবেশ করেছে কিনা তা তিনি জানেন না।
"ভেতরে যেতে পারছি না। ঈদের আগে পুরো শেষ হয়ে গেলাম," বলেন তিনি।