১০ মাসে ৯,০০০ কোটি টাকা লোকসান দিয়েছে বিপিসি: চেয়ারম্যান

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ৯ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এবিএম আজাদ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তিনি এ কথা জানান।
এবিএম আজাদ বলেন, ডিজেল ছাড়া বাকি সব ধরনের জ্বালানিতে বিপিসি লাভ করেছে।
ভোলায় তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিসি চেয়ারম্যান এ তথ্য জানান।
রোববার (২৫ ডিসেম্বর) ভোরে ভোলা জেলার সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে একটি জাহাজের ধাক্কায় ১১ লাখ লিটার জ্বালানিবাহী একটি লাইটার জাহাজ ডুবে যায়।
ঘন কুয়াশার কারণে বেশি দূর দেখা না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে জাহাজের সমস্ত জ্বালানি নদীতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন পাত্রে জ্বালানি সংগ্রহ করে।
ওই অঞ্চলের দিয়ে যাওয়া অপর একটি জাহাজের মাধ্যমে জ্বালানিবাহী জাহাজের ১৩ জন ক্রু মেম্বারকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ২০১৪-১৫ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত মুনাফায় ছিল বিপিসি। তবে ২০২১-২২ অর্থবছরে লোকসান গোনে সংস্থাটি।