‘অপব্যবহার ঠেকাতে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী প্রয়োজন’

আজ শনিবার (২২ অক্টোবর) এক গোলটেবিল বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অপব্যবহার রোধে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানানো হয়।
রাজধানীর বনানীতে ঢাকা আর্ট গ্যালারিতে এডিটরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 'ডিজিটাল নিরাপত্তা আইন বিতর্ক' বিষয়ক বৈঠকে বক্তারা বলেন, এ আইনের অপব্যবহারের কারণে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং সৃজনশীল কাজের স্থান সংকুচিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তৃতাকালে সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, "এই আইনের কারণে দেশের ধর্মনিরপেক্ষ অংশ বড় ধাক্কা খেয়েছে। সাংবাদিকরা অনেকটা সেল্ফ সেন্সরশিপের আশ্রয় নিয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতা এখন বিলুপ্তির পথে।"
দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, গত চার বছরের পরিসংখ্যানে দেখা যায়, আইনটি বেশির ভাগই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।
"আইন যদি মানুষকে রক্ষা না করে সীমাবদ্ধ করে, তাহলে তা গণবিরোধী আইনে পরিণত হয়," যোগ করেন তিনি ।
ডিএসএ বাস্তবায়নে অপব্যবহার হয়েছে স্বীকার করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার প্রয়োজনে আইনটি সংশোধন করবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু।