পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না: জি এম কাদের

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য দেশের সার্বভৌমত্বকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেন তিনি।
২০ আগস্ট শনিবার জাপা চেয়ারম্যানের বনানীর রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করার সময় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গত বৃহস্পতিবার চট্টগ্রামের জে এম সেন হলে জন্মাষ্টমীর উৎসবে বলেন, 'আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।'
তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জি এম কাদের বলেছেন, 'পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের বক্তব্য দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেছে। এর দায় সরকার এড়াতে পারে না।
পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রতিবেশী ভারতকেও অস্বস্তিতে ফেলেছে বলে মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।
জি এম কাদের আরও বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠল সরকার একে হাস্যকর বলে উড়িয়ে দেয়, যার ফলে বিশ্বের কাছে বাংলাদেশ মিথ্যাবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে।
অনুষ্ঠানে জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বক্তব্য দেন। হিন্দু ধর্মাবলম্বী নেতাদের মধ্যে বক্তব্য দেন সুব্রত চৌধুরী, নিমচন্দ্র ভৌমিক, গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ।