স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দিলো ‘অঙ্গীকার ফাউন্ডেশন’

‘সম্পর্ক শুরু হোক রক্ত দিয়ে’ এই স্লোগানকে ধারণ করে দেশের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছায় রক্তদাতাদের ২০টি সংগঠনকে সম্মাননা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ‘অঙ্গীকার ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি’র অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা বলছেন, সম্মাননা প্রদানের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের রক্তদাতা সংগঠনগুলোর মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়েছে যার ফলে কোথাও রক্তের প্রয়োজন দেখা দিলে দ্রুতই যোগাযোগ করা যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
অনুষ্ঠানে আগত রক্তদাতা সংগঠনগুলোর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি।

অঙ্গীকার ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগের জন্য এর সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানান এই শিক্ষক।
অনুষ্ঠানে অঙ্গীকার ফাউন্ডেশনের সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, “আমরা এক ঝাঁক লোক মানবতার সেবায় কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। ভবিষ্যতে অঙ্গীকার ফাউন্ডেশন আরও ভালো ভালো কাজ করে মানুষের পাশে থাকবে। সকলের ভালোবাসা আমাদেরকে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।”
২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় রক্তদানসহ বেশ কয়েকটি মানবিক বিষয়ে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে অঙ্গীকার ফাউন্ডেশন।