স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেকের ৩০ বছর কারাদণ্ড

দুটি অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেককে ঢাকার একটি আদালত ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
মামলা দুটির প্রতিটিতে তাকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম সোমবার এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
অস্ত্র রাখার অভিযোগে দায়ের করা মামলায় ১৫ বছর এবং বুলেট রাখার মামলায় আরও ১৫ বছর কারাবাসে থাকতে হবে আবদুল মালেককে।
এর আগে, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবসা পরিচালনার অভিযোগে গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর একটি অপারেশনাল টিম তুরাগ থানার কামারপাড়া এলাকার একটি সাত তলা দালানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, প্রায় দেড় লাখ টাকা মূল্যমানের জাল মুদ্রা, একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তার বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার এবং কর্মচারীদের বিভিন্ন বিভাগে ট্রান্সফারের লবিং করার মাধ্যমে প্রচুর টাকার মালিক হওয়ার বেশ কিছু অভিযোগ ছিল।
১১ মার্চ ঢাকা মেট্রোপলিটন সেশনস জজ কে এম ইমরুল কায়েস তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। যদিও এ সময়ে নিজেকে নির্দোষ দাবি করেন মালেক।
এর আগে, ১১ জানুয়ারি এ মামলার চার্জশিট জমা দেয় র্যাব।