সংক্রমণ রোধে মঙ্গলবার থেকে ৭ জেলায় লকডাউন

দেশে কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধে ৭টি জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউনের আওতায় আসা ৭ জেলা হলো; মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জ। মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে এ লকডাউন কার্যকর হবে।
লকডাউনের ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, এসব জেলায় মালবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন বা গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। পরিস্থিতি বিবেচনায় অন্যান্য জেলার প্রশাসনও চাইলে লকডাউনের সিদ্ধান্ত নিতে পারবে।
এর আগে গত ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন দেশে করোনা সংক্রমণ বিস্তার রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়।