লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুজন বরিশাল থেকে গ্রেপ্তার

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দু'জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল র্যাব-৮-এর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার লোহাইর গ্রামের সেন্টু শিকদার (৪৫) ও একই জেলার যাত্রাবাড়ী গ্রামের নার্গিস বেগম (৪০)।
সেন্টু শিকদার লিবিয়ায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা বশির শিকদারের ভাই।
গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরও ১১ জন। বাংলাদেশিসহ ওই অভিবাসীদের লিবিয়ার মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানব পাচারকারী চক্র। এ নিয়ে একপর্যায়ে ওই চক্রের সঙ্গে মারামারি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মানব পাচারকারী নিহত হয়। তারই প্রতিশোধ হিসেবে সেই মানব পাচারকারীর লোকজন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।
বরিশাল র্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা জানান, বিষয়টি তাদের নজরে আসলে র্যাব-৮ এর অধীনে ১১টি জেলার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মানব পাচারকারীদের তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেন তারা। এর তদন্ত করতে গিয়ে র্যাব সদস্যরা মানব পাচারকারী চক্রের দুই সদস্যের সন্ধান পান। এরপর তাদের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে অভিযান চালানো হয়। এসময় তাদের বড়ি থেকে মানব পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এএসপি মুকুর চাকমা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচার চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। অভিবাসন প্রত্যাশীদের বিদেশে নিয়ে যাওয়ার পর বাংলাদেশে অবস্থানরত তাদের নিকটাত্মীয়দের কাছ থেকে তারা টাকা উত্তোলনের দায়িত্ব পালন করতেন ।
গ্রেপ্তারকৃত আসামি এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ মোতাবেক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।