রোজিনাকে হেনস্তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা মামলা করবে পরিবার

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার অভিযোগে সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে রোজিনার পরিবার।
সকালে আদালতের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম এ কথা জানান।
পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর সেখান থেকে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মনিরুল ইসলাম বলেন, তার স্ত্রীকে লাঞ্ছিত ও নির্যাতন করা হয়েছিল এবং প্রত্যেকেই সে ঘটনার ভিডিও ফুটেজ দেখেছেন।
এদিকে রোজিনার বোন অভিযোগ করে জানান যে, কনস্টেবল মিজান রোজিনাকে হুমকি প্রদান করেছে।