মাস্ক ছাড়া ক্রেতা-বিক্রেতার প্রবেশ নিষেধ
‘মাস্ক নাই সেবা নাই’ শিরোনামের এই কার্যক্রম আজ (১ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ফাইল ছবি: সৈকত ভদ্র/ টিবিএস
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশের সব দোকানপাট, মার্কেট ও বিপনী বিতানে মাস্ক না পরিহিত কোনো ক্রেতা ও বিক্রেতার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সংগঠনটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও মহাসচিব মোঃ জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'মাস্ক নাই সেবা নাই' শিরোনামের এই কার্যক্রম আজ (১ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এর আগে, ২৫ অক্টোবর মাস্ক না পরিহিত কাউকে কোনো ধরনের সেবা না দেওয়ার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ সরকার।