ব্যাগ নয়, প্রাণটাও কেড়ে নিলো ছিনতাইকারী
তারিনা বেগম লিপা। ৩৮ বছর বয়সী নারী। পরিবার নিয়ে বসবাস সিলেটে। কয়েকদিন আগে স্বামী গোলাম কিবরিয়া এবং এসএসসি পড়ুয়া ছেলে ও সাত বছর বয়সী মেয়েকে নিয়ে বেড়াতে এসেছিলেন ঢাকায়।
আজ শনিবার সকালে রাজারবাগ বাটপাড়া থেকে কমলাপুরের দিকে ফিরছিলেন রিকশায়। পাশে ছিল ছেলে। আরেক রিকশায় লিপার স্বামী ও মেয়ে।
দক্ষিণ মুগদায় তারা পোঁছতেই প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীরা লিপার ব্যাগ ধরে টান দেয়। চলন্ত রিকশা থেকে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
