পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন শামসুল আলম, রোববার শপথ

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। আগামী রোববার তিনি শপথ নেবেন।
যোগাযোগ করা হলে ডা. শামসুল আলম ইউএনবিকে জানান, রোববার তাকে সন্ধ্যা সাড়ে ৭ টায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন কিনা জানতে চাইলে ড. শামসুল আলম বলেন, 'গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছিল এবং তিনি তাতে স্বাক্ষর করেছেন। এখন পর্যন্ত, আমি এটিই জানি।'
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত টেকনোক্র্যাট কোটার আওতায় পরিকল্পনা প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন।