ঢাকায় আনা হয়েছে পাইলট নওশাদের মরদেহ

মধ্য আকাশে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে ঢাকায় পৌঁছেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ফ্লাইটে পাইলটের মরদেহ সকাল ৯টা বেজে ১২ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, জাতীয় পতাকা বহনকারী ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্যাপ্টেন নওশাদের দুই বোন এবং তার মেয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭শে আগস্ট ওমানের রাজধানী মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে মধ্য আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ। যে কারণে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।
জরুরী অবতরণের পরপরই এই পাইলটকে স্থানীয় হোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে তাকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত রোববার এ হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।