ছাত্রী উত্যক্তের ঘটনায় বরিশালে ‘আওয়ামী লীগ নেতা’ গ্রেপ্তার

আওয়ামী লীগের কোনো পদে নেই তিনি। তবে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিতেই স্বচ্ছন্দবোধ করেন। সে পরিচয়েই করতেন নানা অপকর্ম।
এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে ওই ছাত্রী যখন তা প্রত্যাখান করেন তখন তাকে উত্যক্তসহ হুমকি-ধমকি দেওয়া শুরু করেন। সে ঘটনাতেই ফেঁসে যান কথিত এই নেতা। ওই ছাত্রীর মা মামলা ঠুকে দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জিয়াউল হাসান আকন নামে এই ব্যক্তির বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলার কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
জিয়াউল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকার মোতাহার আকনের ছেলে।
বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের একাধিক নেতা জানান, জিয়াউল হক আকন পৌর আওয়ামী লীগের কোন পদে নেই। তিনি পৌর আওয়ামী লীগের সদস্যও নন। তবে নিজেকে পৌর আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন তিনি। কেন পরিচয় দেন এ বিষয়ে তিনিই ভাল জানেন।

স্থানীয়রা জানান, কলেজছাত্রীকে উত্যক্ত ও হুমকি দেয়ার অভিযোগে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে গত ১ জানুয়ারী জিয়াউল হক আকনকে আসামী করে মামলা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ বাজার থেকে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম জানান, উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠী গ্রামের ওই ছাত্রী তার নানা বাড়িতে থেকে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করেন। কলেজে যাওয়া আসার পথে জিয়াউল হক আকন প্রায়ই অশালীন ভাষায় ছাত্রীকে প্রেম নিবেদন করতেন। বিষয়টি ছাত্রী তার মাকে জানালে তিনি বখাটে জিয়াকে সংযত হতে বলেন। এতে জিয়াউল হক আকন আরো ক্ষিপ্ত হয়ে গত ১ জানুয়ারি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং হুমকি দেন। এ ঘটনায় কলেজছাত্রীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছিলেন। ওই মামলার আসামি হিসেবে জিয়াউল হক আকনকে গ্রেপ্তার করা হয়েছে।