গার্মেন্টস খুলে দেওয়ায় ফের বাড়বে করোনা সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী

চলমান লকডাউন নিষেধাজ্ঞার মধ্যে গার্মেন্টস খুলে দেয়ায় করোনা সংক্রমণ আরও বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আজ থেকে পোশাক কারখানা খুলে দেয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ কর্মস্থলে এসে যোগ দিয়েছে। কিন্তু তারা স্বাস্থ্যবিধি মানেনি যার জন্য সংক্রমণ বাড়বে"।
আজ (১ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে প্রথমবর্ষের এমবিবিএস ক্লাসের (২০২০-২১) উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে সব দিক বিবেচনা করতে হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের উত্তরাঞ্চলে সংক্রমণ কম এবং মধ্যাঞ্চলে সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, "পূর্বাঞ্চলে সংক্রমণ বাড়ছে কিন্তু সেখানে হাসপাতালের শয্যা বাড়ানোর কোনো সুযোগ নেই"।
এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটি মানুষকে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
টিকার জন্য কোনোরূপ পূর্ব নিবন্ধনের প্রয়োজন হবে না বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, "ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গেলেই হবে। যাদের কার্ড নেই তাদের বিশেষ ব্যবস্থার আওতায় টিকা দেওয়া হবে"।