খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের
সরকার খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে উল্লেখ করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান ফখরুল।
দৈনিক প্রথম আলো প্রকাশিত এক সংবাদ সূত্রে এসব কথা জানা যায়।
শুক্রবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আইনমন্ত্রী বললেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি সুযোগ নেই— এটা ডাহা মিথ্যা কথা। আইনি সুযোগ রয়েছে। যে ফৌজদারি আইনের ৪০১ ধারার কথা বলছেন, সেখানেই বলা আছে যে সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, বিদেশে পাঠাতে পারেন চিকিৎসার জন্য, সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন। কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে, এখন তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা, চক্রান্ত করা হচ্ছে। সে কারণে তারা তাকে এই সুযোগ দিতে চাচ্ছে না।'
আগামীকাল বিএনপির ডাকা গণ-অনশনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া যেন বিদেশে চিকিৎসার সুযোগ পান সেই আন্দোলনকে জোরদার করতে গণ-অনশনের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
