করোনায় আক্রান্ত চার দেশের ভিসা স্থগিত করল বাংলাদেশ

করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।
চীনের বাইরে এখন এসব দেশেই কোভিড-১৯ সবচেয়ে দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে।
বুধবার করোনা ভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, অন্য দেশগুলোর ক্ষেত্রে তাদের নাগরিকদের বাংলাদেশের ভিসা পেতে হলে তারা 'করোনা আক্রান্ত নন' সেই প্রমাণ দিতে হবে।
ইতালিতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে অক্রান্ত হয়েছে জানিয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, ওই মৃদু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার অবস্থা এখন ভালো আছে। তিনি নিজ বাসায় 'হোম কোয়ারেন্টাইনে' আছেন।
আক্রান্ত দেশে যাওয়া-আসা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদেরা যেন দেশে না আসেন।
আইইডিসিআর জানিয়েছে, করোনা প্রতিরোধে মাল্টিসেক্টর কমিটি গঠন করা হয়েছে। কমিটি করা হয়েছে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে।
সরকারি প্রতিষ্ঠানটি আরও জানায়, এখন পর্যন্ত ১০২ জনের রক্তের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। বর্তমানে পর্যবেক্ষণে থাকা ৪ জনকে 'বিচ্ছিন্ন' করে রাখা হয়েছে। তাদের সবাইকেই পরীক্ষা করা হয়েছে। কিন্তু কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।