ঔষধ প্রশাসনের ছাড়পত্র পেল কোভিড ভ্যাকসিন
এটি হলো ব্যবহারের জন্য উপযুক্ততার সার্টিফিকেট।

ছবি: সংগৃহীত
কোনো সমস্যা না পাওয়ায় বেক্সিমকোর আনা কোভিড-১৯ ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।
অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, ৫০ লক্ষ ডোজের সার্টিফিকেট দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এটি হলো ব্যবহারের জন্য উপযুক্ততার সার্টিফিকেট।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত, অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনটির বাংলাদেশে প্রয়োগের প্রথম মহড়া হবে আজ বিকেল ৩টায়, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।